Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: পরওয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৫ ১৮:০৯ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ২১:৪২

মিয়া গোলাম পরওয়ার।

চট্টগ্রাম ব্যুরো: অহেতুক বিলম্ব না করে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণার অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনমনে আতঙ্ক ছড়াচ্ছে পলাতক স্বৈরাচার। দেশ থেকে পাচার করা টাকা তারা এখন দেশের বিরুদ্ধে গুজব ছড়াতে খরচ করে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে তাদের ষড়যন্ত্র থেমে নেই।’

এ অবস্থায় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘অহেতুক কোনো বিলম্ব না করে জাতির আশা-আকাঙ্খা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময়ের প্রয়োজন, সেই সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করা উচিত।’

ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘ফিলিস্তিনের গাজাবাসী নারী ও শিশুকে হত্যা করে, নংস গণহত্যা পরিচালনার মাধ্যমে ইসরাইল পৃথিবীর মানচিত্রে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। এ সন্ত্রাসী রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে ঐক্যবদ্ধভাবে মুসলমানদের গুঁড়িয়ে দিতে হবে।’

তিনি জাতিসংঘ ও ওআইসিকে বিশ্বব্যাপী ইসরাইলকে বয়কটের পাশাপাশি তাদের জেনোসাইডের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় শিক্ষাশিবিরে কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আবু তাহের মুহাম্মদ মাসুম, সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ ও মুহাম্মদ শাহজাহান এবং বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যাপক ড. সাইয়্যেদ আবু নোমান বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমপি

গোলাম পরওয়ার জাতীয় নির্বাচন সংস্কার

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর