ভালো আছেন মির্জা ফখরুলের স্ত্রী, দেশে ফিরবেন সোমবার
১১ এপ্রিল ২০২৫ ১৯:২৫ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ২১:৪২
ঢাকা: সহধর্মিণী রাহাত আরা বেগমসহ নিজের স্বাস্থ্য পরীক্ষা সমাপ্ত হওয়ায় সোমবার (১৪ এপ্রিল) দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বিষয়টি জানিয়েছেন।
জানা গেছে, বিএনপি মহাসচিব এবং তার সহধর্মিণী দুইজনেরই সবগুলো রিপোর্টের রেজাল্ট ভালো। আগামী ১৪ এপ্রিল বিকেলে দুইজনই দেশে ফিরবেন।
গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুরে যান।
গত বৃহস্পতিবার ২০২২ সালে কারাবন্দি থাকা অবস্থায় স্ত্রী রাহাত আরা বেগমের অসুস্থতা এবং অস্ত্রোপচার নিয়ে আবেগঘন স্ট্যাটাস প্রকাশিত হয়েছে যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
সহধর্মিণীর যখন প্রথম রোগ ধরা পড়ে তখনকার মানসিক অবস্থা ও স্ত্রীর অস্ত্রোপচারের সময় কারাগারে থাকার আবেগঘন সেই সময়ের স্মৃতিচারণ করেছেন ফেসবুকে।
সারাবাংলা/এফএন/এইচআই