‘জামায়াতে ইসলামী কোনো ফ্যাসিবাদ রাষ্ট্রের আধিপত্যবাদের সঙ্গে আপস করেনি’
১১ এপ্রিল ২০২৫ ২০:১২ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ২১:৪১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল
ঢাকা: আপোসহীন রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামী উল্লেখ করে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘জামায়াতে ইসলামী কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কিংবা প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের সঙ্গে আপস করেনি। যার কারণে জামায়াতে ইসলামীর ওপর দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র এবং জুলুম-নির্যাতন ও অপপ্রচার চালানো হয়েছে।’
শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ডেমরা মধ্য থানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেলসহ শীর্ষ ১১ জন নেতাকে বিচারিক হত্যা করা হয়েছে। ৫ শতাধিক মামলায় দলের লক্ষাধিক নেতাকর্মীকে সাজিয়ে জুলুম-নির্যাতন করে জামায়াতকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছে। যারা আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েম করতে চায়; যারা মানুষের অধিকার আদায়ে রাজপথে লড়াই করে, তাদের নিঃশেষ করা যায় না, যাবে না।’
এসময় তিনি আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদ এতো জুলুম-নির্যাতন করেও যখন জামায়াতে ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, তখন জামায়াতে ইসলামীর নিবন্ধন কেড়ে নিয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ইউনিয়ন এমনকি ওয়ার্ড অফিসও বন্ধ করে দিয়েছিল। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছে। এমনকি ইসলাম ধর্মকে তারা ‘জঙ্গিবাদ’ আর ‘মৌলবাদ’ আজ্ঞা দিয়েছিল।’
‘কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মূহুর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। পরবর্তীতে তারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু এদেশের জনগণ তাদেরকে নিষিদ্ধ করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে’, বলেন তিনি।
ঈর্ষণীয়ভাবে জামায়াতে ইসলামীর কার্যক্রম এগিয়ে যাচ্ছে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘জামায়াতে ইসলামীর কার্যক্রমে জনপ্রিয়তা দেখে এক দল এখন আওয়ামী লীগের ভূমিকায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
অপপ্রচার না চালিয়ে জামায়াতে ইসলামীর জনকল্যাণমুখী কার্যক্রম অনুসরণ করে জনগণের আস্থা, ভালোবাসা ও সমথর্ন অর্জন করতে তিনি, ষড়যন্ত্রকারীদের প্রতি আহ্বান জানান।
মো. নূরুল ইসলাম বুলবুল, উপস্থিত দায়িত্বশীল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ‘কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের (১১-২৫ এপ্রিল) প্রত্যেক এলাকার প্রতিটি ঘরে-ঘরে, প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এটি জামায়াতে ইসলামীর দলীয় দায়িত্ব নয়, এটি মহান আল্লাহর নিদের্শিত দায়িত্ব। এই দায়িত্ব পালন করা ঈমানী দায়িত্ব।’
সারাবাংলা/এফএন/এসআর