Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইটহুড উপাধি পেলেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৫ ২০:৪২

বিদায়বেলায় জেমস অ্যান্ডারসন

ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সফলতম বোলার তিনি। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো জেমস অ্যান্ডারসন এবার ভূষিত হলে নাইটহুড উপাধিতে। অ্যান্ডারসনের সামনে এখন থেকে উচ্চারিত হবে ‘স্যার’!

টেস্ট ক্রিকেটের ইতিহাসে পেসারদের মধ্যে সর্বোচ্চ ৭০৪টি উইকেট নেওয়া অ্যান্ডারসন গত বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। ইংল্যান্ডের হয়ে খেলা বাদ দিলেও কাউন্টি ক্রিকেটে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান এই কিংবদন্তি পেসার। কাউন্টি ক্লাব ল্যাংকাশায়ারের সঙ্গে তাই নতুক চুক্তিও করেছেন তিনি।

বিজ্ঞাপন

জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও অবিশ্বাস্য পারফর্ম করেছেন অ্যান্ডারসন। তিনশর বেশি ম্যাচ খেলে সব টুর্নামেন্ট মিলিয়ে নিয়েছেন ১৪০০ উইকেটেরও বেশি।

পুরো ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে নানা মাইলফলক ছোঁয়া অ্যান্ডারসনকে এবার নাইটহুড উপাধি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০১৬ সালে ফ্রিডম অফ দা বরো অফ বার্নলির উপাধিতে ভূষিত হন অ্যান্ডারসন।

সারাবাংলা/এফএম

ইংল্যান্ড জেমস অ্যান্ডারসন নাইটহুড উপাধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর