‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের
১১ এপ্রিল ২০২৫ ২২:০৩ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১০:৪৪
ঢাকা: প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ এর উদ্যোগে শনিবার (১২ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শুক্রবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে দলের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে এই কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, গাজায় দীর্ঘদিন ধরে চলমান নিপীড়ন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে প্রতিবাদের জোয়ার উঠেছে, ‘মার্চ ফর গাজা’ তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এই কর্মসূচির প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছি।
নেতারা বলেন, গাজার নিরস্ত্র মানুষগুলো আজ অবরুদ্ধ, খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে ধুঁকছে। প্রতিনিয়ত বোমা ও গুলির শব্দে শহিদ হচ্ছে শিশু, নারী ও বৃদ্ধ। এই নির্মমতার বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগ্রত করার জন্য আমাদের আরও উচ্চকণ্ঠ ও প্রতিবাদী হওয়া জরুরি।
তারা বলেন, ‘মার্চ ফর গাজা’ কেবল একটি কর্মসূচি নয়- এটি একটি মানবিক দাবির বহিঃপ্রকাশ, একটি ন্যায়ের আহ্বান। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সংগঠিত এই আন্দোলন গাজা গণহত্যা ও জায়নবাদী ইসরায়েলের বিপক্ষে বিশ্বব্যাপী গণচেতনা গড়ে তুলবে এবং মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ আরও জোরালো করবে।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা আহ্বান জানাই মানবিক বিশ্বকে, মুসলিম দেশগুলোকে, সব মানুষকে, সব সংগঠনকে, মানবতার পক্ষে, নির্মম গণহত্যার বিরুদ্ধে এক কাতারে দাঁড়াতে। গাজার পক্ষে দাঁড়ানো মানে হলো ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানো, মানবতার পাশে দাঁড়ানো। গাজা মুক্ত হোক। ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত হোক।
সারাবাংলা/এফএন/এইচআই
ইসরায়েল-ফিলিস্তিন গাজায় গণহত্যা বাংলাদেশ খেলাফত মজলিস মার্চ ফর গাজা