Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মেডিকেল প্রাঙ্গণে শিশু চুরির চেষ্টা, নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৫ ২২:৩১

শিশু চুরির চেষ্টার ঘটনায় আটক অভিযুক্ত নারী

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে শিশু চুরির চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে ভুক্তভোগী পরিবার। আটক হওয়া ওই নারী নিজের নাম পারভিন (৬০) বলে দাবি করেন।

শুক্রবার (১১এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই নারীর দাবি— তার বাড়ি মাদারিপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামে। স্বামী নাম মৃত জাফর। শাহবাগ এলাকায় ভাসমান জীবনযাপন করেন তিনি।

ভুক্তভোগী শিশুটির নাম রাইদুল হাসান (১০)। তাদের বাড়ি লক্ষ্মীপুর কমলনগর উপজেলার শহীদনগর গ্রামে। শিশুটির মা ঢাকা মেডিকেলের ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

শিশুটির চাচা জাবেদ হোসেন বলেন, সন্ধ্যার দিকে রাইদুলকে নিয়ে ২০৪ নম্বর ওয়ার্ড থেকে বের হয়ে জরুরি বিভাগের সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি। এসময় রাইদুল তার মামার হাত ধরে হাটছিল। পরিবারের অন্য সদস্যরা তাদের আগে আগে হাটছিলেন। পিছন থেকে ওই নারী এসে রাইদুলের হাত টেনে ধরে দাবি করেন— ছেলেটি তার।

এ ঘটনায় হাসপাতালের আনসার সদস্যদের ডাকলে তারা ওই নারীকে আটক করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ভুক্তভোগী পরিবারটি মামলা করতে চাচ্ছে না। তবে অভিযুক্ত ওই নারীকে ক্যাম্পে আটক রাখা হয়েছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসএসআর/এসআর

ঢাকা মেডিকেল কলেজ নারী আটক শিশু চুরির চেষ্টা