Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দায়িত্বে অবহেলার অভিযোগ, রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৫ ২২:৫৩ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১২:১৯

চিকিৎসকের ওপর হমলা করেছে রোগীর স্বজন ও উত্তেজিত জনতা

ভোলা: ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে চি‌কিৎসক ডা. নাইমুল হাসনাতের অব‌হেলায় মো. মাকসুদুর রহমান না‌মে এক রোগীর মৃত‌্যুর অভি‌যোগ পাওয়া গে‌ছে। এ ঘটনায় ওই চিকিৎসকের ওপর হমলা করেছে রোগীর স্বজন ও উত্তেজিত জনতা।

শুক্রবার (১১ এপ্রিল) দুপু‌রের দি‌কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চি‌কিৎসকের শা‌স্তির দাবি‌তে হাসাতা‌লের সাম‌নে বি‌ক্ষোভ ক‌রেন রোগীর স্বজন ও স্থানীয়রা। প‌রে পু‌লি‌শের হস্ত‌ক্ষে‌পে বি‌ক্ষোভ বন্ধ হয়। এরপর বি‌কেল ৪ টার দি‌কে ওই চি‌কিৎসক‌কে পু‌লিশ উদ্ধার ক‌রে বাড়িতে পৌঁছে দিতে যাওয়ার সময় হাসপাতাল কম্পাউন্ডে চি‌কিৎস‌কের উপর হামলা চালায় রোগীর স্বজন ও উত্তে‌র্জিত জনতা।

স্বজন‌দের অভিযোগ, শুক্রবার দুপু‌রের দি‌কে ভোলা সদ‌রের ধ‌নিয়া ইউনিয়‌নের ৮ নম্বর ওয়া‌র্ডের মো. মাকসুদুর রহমান না‌মের ওই রোগী স্টোক কর‌লে তার স্বজনরা তা‌কে ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে আসেন। ওই সময় হাসপাতা‌লের জরুরি বিভা‌গে দায়ি‌ত্বে থাকা মে‌ডি‌কেল অফিসার নাইমুল হাসনাত উপস্থিত ছিলেন। তিনি জরুরি ভিত্তিতে রোগী‌কে চি‌কিৎসা না দি‌য়ে নামাজ পড়‌তে চ‌লে যান। নামাজ পারে এসে রোগীকে মৃত ঘোষণা ক‌রেন।

স্বজনদের অভি‌যোগ চি‌কিৎসক রোগী‌কে তাৎক্ষণিক চি‌কিৎসা দি‌লে রোগী মারা যে‌তে না। ডাক্তা‌রের অব‌হেলায় রোগীর মৃত‌্যু হ‌য়ে‌ছে ব‌লে দাবি ক‌রেন তারা।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, ওই রোগীর মৃত‌্যুর খবর পে‌য়ে দুপুর আনুমা‌নিক আড়াইটার দি‌কে তার স্বজন ও উপ‌স্থিত জনতা হাসপাতা‌লের সাম‌নে ‌চি‌কিৎস‌কের শা‌স্তির দাবি‌তে বি‌ক্ষোভ ক‌রেন। প‌রে পু‌লিশ এসে তা‌দের শান্ত ক‌রেন। এরপর বি‌কেল আনুমা‌নিক ৪ টার দি‌কে পু‌লিশ ওই চি‌কিৎসক‌কে নিরাপ‌দে হাসপাতাল থে‌কে তার বা‌ড়ি‌তে পৌঁ‌ছে নি‌য়ে যা‌চ্ছি‌লেন। ওই সময় হাসপাতালের ভবন থে‌কে বের হ‌য়ে আস‌লেই উত্তে‌জিত জনতা ওই চি‌কিৎসক‌কে হামলা চা‌লি‌য়ে মারধর ক‌রেন এবং পু‌লিশের কাছ থে‌কে চি‌কিৎসক‌কে ছিনি‌য়ে নেওয়া চেষ্টা করেন। কিন্তু পু‌লিশ দ্রুত প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণ ক‌রে চি‌কিৎসক‌কে হাসপাতাল থে‌কে পুলিশের গাড়ি‌তে ক‌রে নিরাপদে নি‌য়ে যান।

বিজ্ঞাপন

হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডা. শেখ সু‌ফিয়ান রুস্তম জানান, বিষয়‌টি নি‌য়ে তি‌নি আগামীকাল তদন্ত কর‌বেন। য‌দি চি‌কিৎস‌কের অব‌হেলা প্রমাণিত হয় ত‌বে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

ভোলা ম‌ডেল থানার অফিসার (ওসি) হাসনাইন পার‌ভেজ জানান, হাসপাতা‌লে বি‌ক্ষো‌ভের খবর পে‌য়ে তারা চি‌কিৎসক‌কে উত্তে‌জিত জনতার থে‌কে নিরাপত্তায় তার বা‌ড়ি‌তে পৌঁছে দেন। অভিযোগ পে‌লে তারা আইনগত ব‌্যবস্থা নিবেন।

সারাবাংলা/এইচআই

চিকিৎসককে মারধর দায়িত্বে অবহেলা ভোলা রোগীর মৃত্যু

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর