৪৫০ তরুণ উদ্যোক্তা দল নিয়ে ঢাবির আইবিএ’র বিজনেস স্টার্টআপ প্রতিযোগিতা
১১ এপ্রিল ২০২৫ ২৩:০৯ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ২৩:২৯
ঢাবি: দেশব্যাপী ৪৫০টি তরুণ উদ্যোক্তা দলের অংশগ্রহণে ‘ফিউচার অব ক্যাপিটালিজম’ শীর্ষক একটি স্টার্টআপ বিজনেস প্রতিযোগিতা আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। এতে সহযোগিতা করেছে প্রভা হেলথ এবং লিও লায়ন ফাউন্ডেশন। চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছে তিনটি দল।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে জমকালো আয়োজনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইয়াজ আহমেদ তৈয়ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শাকিল হুদা।
এ প্রতিযোগিতার প্রথম ধাপে পিচ ডেক জমা, দ্বিতীয় ধাপে ফিজিবিলিটি অ্যানালাইসিস এবং সেমিফাইনালে গো-টু-মার্কেট স্ট্র্যাটেজি উপস্থাপন শেষে সেরা আটটি দল ফাইনালে জায়গা করে নেয়। প্রতিটি ধাপে তারা পেয়েছেন অভিজ্ঞ মেন্টরদের দিকনির্দেশনা।
শুক্রবার চুড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলো তাদের ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক সম্ভাব্যতা ও দীর্ঘমেয়াদি কৌশল তুলে ধরে বিচারকদের সামনে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী হয় এয়ারওয়ার্ক.এআই (Airwork.ai)। এ ছাড়া প্রথম রানার-আপ হয় আইপেজ ( iPAGE) ও দ্বিতীয় রানার-আপ ড. চাষী (Dr. Chashi)।
প্রতিযোগিতায় বিজয়ীদের যাচাই-বাছাই শেষে তাদের মাঝে অনুদান বিতরণ করা হবে এবং পরবর্তী ধাপে তারা মেন্টরশিপ, অর্থায়ন ও ইনকিউবেশন প্রক্রিয়ার সুযোগ পাবে।
প্রধান অতিথির বক্তব্যে ফাইয়াজ আহমেদ তাইয়েব বলেন, বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনে তরুণ উদ্যোক্তাদের ভূমিকার ওপর গুরুত্বপূর্ণ। উদ্যোক্তাদের জন্য কাজ করতে সরকার বদ্ধপরিকর। আমাদের দেশ সম্প্রতি ইনভেস্টমেন্ট সামিট করেছে, যেখানে প্রধান উপদেষ্টা ও বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী সফলভাবে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপন করেছেন। আজকের এই প্রতিযোগিতা কেবল মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্য নয়, বরং ন্যায় ও সামাজিক দায়বদ্ধতার ধারণাকে সামনে এনে নতুন ধরনের ক্যাপিটালিজমকে তুলে ধরছে।
তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের এই যাত্রায় একজন চ্যাম্পিয়ন। আমি বিশ্বাস করি, এই প্রতিযোগিতা একদিকে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করবে, অন্যদিকে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, এ আয়োজন তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করেছে। এর মধ্য দিয়ে উদীয়মান উদ্যোক্তারা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছে। আয়োজকদের প্রত্যাশা এ প্রতিযোগিতা বাংলাদেশের ভবিষ্যৎ ব্যবসায়ী নেতৃত্ব গড়ে তোলার পথকে আরও সুসংহত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
সারাবাংলা/এআইএন/এইচআই