ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে ‘প্রতিবাদী কবিতাপাঠ’
১২ এপ্রিল ২০২৫ ০৮:৩২
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে ‘প্রতিবাদী কবিতাপাঠ’ অনুষ্ঠিত হয়েছে। সাহিত্যের ছোটোকাগজ ‘স্রোত’ এর উদ্যোগে শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ‘প্রতিবাদী কবিতা পাঠ’ অনুষ্ঠিত হয়।
স্রোত সম্পাদক কবি বদরুজ্জামান জামান এর সঞ্চালনায় প্রতিবাদী কবিতাপাঠ, গাজা ও রাফায় গণহত্যার বিরুদ্ধে স্বরচিত কবিতাপাঠ এবং আলোচনায় অংশ নেন- আবৃত্তিশিল্পী মুনির কাদের, আবৃত্তিশিল্পী আবু বকর আল আমিন, কবি ও ছড়াকার লোকমান আহমেদ আপন, কবি বদরুজ্জামান জামান, সংগীতশিল্পী কুমকুম সাইদা, কবি সোহেল আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম, পুঁথিকবি কাব্য কামরুল, ফরাসি থিয়েটার কর্মী সোয়েব মোজাম্মেল, সাহিত্যানুরাগী মোহাম্মদ আব্দুল হামিদ, কবি সেলিম আহমেদ, সারা বাংলার ফ্রান্স প্রতিনিধি সাংবাদিক নজমুল হক, সাদিকুর রহমান সুমন, উজ্জ্বল খানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে পঠিত কবিতায় প্রতিবাদ, গাজার ধ্বংসযজ্ঞের চিত্র আর বিশ্বমোড়লদের আহবান ফুটে উঠেছে এভাবে-
“বোমার আঘাতে ক্ষত বিক্ষত দেহ,
রক্তাক্ত আদম সন্তানদের দিকে চেয়ে আছে গাজার ধ্বংসযজ্ঞ,
বৃষ্টিহীন রক্তের স্রোতধারা দেখে কাঁদছে পাথরের পাহাড়।
শতাব্দীর নির্মমতা ঘাতকদের মুহুর্মুহু ছোঁড়া বোমার আঘাতে গাজায় বইছে কিয়ামত,
কেউ দেখছে, কেউ না দেখার ভান করছে
আবার কেউ কেউ এগিয়ে দিচ্ছে ঘাতক মরণাস্ত্র ,
এভাবেই বাড়ছে রক্ত, লাশ আর ধ্বংস-উল্লাস।”
কবিতা পাঠের শেষে বক্তারা বলেন, ‘আসুন, এই ভয়ংকর অপরাধের জবাবদিহি চাই আর বিপন্ন মানবতাকে উদ্ধারে আমরা মানুষ রক্তাক্ত প্রতিবাদে উজ্জীবিত হই। ফিলিস্তিনি শিশুদের সুন্দর পৃথিবী আর সুন্দর ভবিষ্যতের জন্য।’
সারাবাংলা/এনজে