নদীতে ফুল ভাসিয়ে নতুন বছরের উৎযাপন শুরু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ১০:০৩
১২ এপ্রিল ২০২৫ ১০:০৩
খাগড়াছড়ি: চেংগী, মাইনী ও ফেনী নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে চাকমা সম্প্রদায়ের লোকজন শুরু করেছে নববর্ষ বরণ উদযাপন।
চাকমা সম্প্রদায় নববর্ষ উপলক্ষ্যে তিনদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর মধ্যে ১২ এপ্রিল ফুল বিঝু, ১৩ এপ্রিল মুল বিঝু এবং ১৪ এপ্রিল গইজ্যা-পইজ্যা পালন করে থাকে।
তিনদিনের অনুষ্ঠানের প্রথম দিন সকালে চাকমা সম্প্রদায়ের লোকজন নদীতে ফুল ভাসিয়ে ফুল বিঝু পালন করছে। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে অতিতের দুঃখ, হতাশা ও ক্লান্তি ভুলে নতুন আশা-উদ্দীপনা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশ এবং জনগণের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
রোববার (১৩ এপ্রিল) মূল বিঝু অর্থ্যাৎ নানা ধরনের খাবার তৈরি ও অতিথি আপ্যায়ন করা হবে এবং এর পরের দিন গইজ্যা-পইজ্যা অর্থ্যাৎ আরাম আয়েশের মাধ্যমে কাটানো হবে।
সারাবাংলা/এনজে