Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ১০:২৬ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১০:৩৮

বরিশাল: বরিশালে প্রেমিকার ছুরিকাঘাতে মাসুদুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার (৯ এপ্রিল) ছুরিকাঘাতের শিকার হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত মাসুদুর রহমান নগরীর নতুন বাজার টেম্পুস্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

মাসুদুর রহমানের ভাই মাহফুজুর রহমান জানান, তার বড় ভাই মাসুদুর রহমানের বেকারীর ব্যবসা রয়েছে। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পরে তিনি কলেজ রোড এলাকার শওকত মোল্লার মেয়ে শান্তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বুধবার (৯ এপ্রিল) বেকারীর মালামাল আনার জন্য দুই লাখ টাকা নিয়ে তার ভাই রওনা হলে শান্তা ফোন করে তাকে বাসায় ডাকে। এরপর শান্তা ও তার ভাই লোকমান হোসেন ওই টাকা নেওয়ার জন্য জোর করলে মাসুদুর রহমান দিতে অস্বীকৃতি জানান। এ সময় শান্তা তাকে (মাসুদ) ছুরি দিয়ে পেটে আঘাত করে। ওইদিন রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মাসুদুর রহমানের সাথে শান্তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনজে

ছুরিকাঘাত নিহত প্রেমিক-প্রেমিকা

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর