চ্যাম্পিয়নস লিগ
বার্নাব্যুতে রিয়ালের ‘কামব্যাক’ দেখছেন স্পেন কোচ
১২ এপ্রিল ২০২৫ ১১:৩১
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিলেন তারা। দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে যেতে রিয়াল মাদ্রিদকে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে। বার্নাব্যুর সেই ম্যাচের আগে স্পেন জাতীয় দলের কোচ লুইস দেলা ফুয়েন্তে বলছেন, নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানোর ভালো সম্ভাবনা আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
রাইসের চোখ ধাঁধানো দুই ফ্রি কিকে এমিরেটসে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল আর্সেনাল। প্রথম লেগের এমন বাজে হারের পর অনেকেই বলছেন, কোয়ার্টার ফাইনালের বাধা আর পেরোতে পারবে না রিয়াল। খোদ রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও স্বীকার করে নিয়েছেন, এমন ধাক্কা কাটিয়ে সেমিতে ওঠা এখন বেশ কঠিন তাদের জন্য।
বার্নাব্যুতে এর আগেও বহুবার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের রূপকথা রচনা করেছে রিয়াল। দ্বিতীয় লেগে লুইস ফুয়েন্তে এরকম কিছুরই প্রত্যাশা করছেন, ‘লড়াই এখনো শেষ হয়নি। আমরা সবাই জানি নিজেদের মাঠে রিয়াল কেমন ভয়ংকর দল। আমি এখনই তাই কোনো ফলাফলে পৌঁছাতে চাই না।’
রিয়াল হারলেও লা লিগার আরেক জায়ান্ট বার্সেলোনা নিজেদের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিতে এক পা দিয়ে রেখেছে। কাতালানদের খেলায় মুগ্ধ ফুয়েন্তে, ‘ডর্টমুন্ডের বিপক্ষে বার্সা দুর্দান্ত ফুটবল খেলেছে। আশা করছি তারা সহজেই সেমিতে পৌঁছে যাবে।’
আগামী ১৭ এপ্রিল দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল ও আর্সেনাল। এর আগের রাতে ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে বার্সা।
সারাবাংলা/এফএম