Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ৩ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ১১:৫২

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের আটক সাবেক তিন নেতাকর্মী।

লালমনিরহাট: সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগে লালমনিরহাটে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক তিন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ও রাতে লালমনিরহাট শহরের হাসপাতাল ও জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এরশাদুল করিম রাজু। তিনি শহরের খুটামারা এলাকার বাসিন্দা। লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মামুন ও সাবেক সদস্য রনি ইসলাম। তারা শহরের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।

এ বিষয়ে লালমনিরহাট জেলার পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এই নেতারা বর্তমান সরকারের বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। আটক ভাইস চেয়ারম্যান এরশাদুল করিম আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমানের এপিএস ছিলেন। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।’

সারাবাংলা/এনজে

আটক ডিবি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর