‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
১২ এপ্রিল ২০২৫ ১২:৩৩
ঢাকা: ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১২ এপ্রিল) সকাল থেকেই সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দারা সতর্ক অবস্থান নিয়ে নজরদারি বাড়িয়েছেন।
সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর বাংলামোটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ও মৎস্য ভবন এলাকা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান জানিয়েছেন, সবার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। একটি বড় জমায়েত অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি নিয়েছি।
সারাবাংলা/এমএইচ/এনজে