Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল থেকে ছিটকে গেলেন ফিলিপস

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৫ ১৩:৪৩

আইপিএলে আর খেলা হচ্ছে না ফিলিপসের

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে গত সপ্তাহে ইনজুরিতে পড়েছিলেন। সুস্থ হয়ে কবে মাঠে ফিরতে পারবেন গুজরাট টাইটানসের কিউই অলরাউন্ডার গ্লেন ফিলিপস, সেটা নিয়েই ছিল শঙ্কা। শেষ পর্যন্ত এবারের মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না ফিলিপসের। ইনজুরির কারণে আইপিএলের কোনো ম্যাচ না খেলে মাঝপথেই দেশে ফিরছেন তিনি।

গত ৬ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের শুরুতেই বদলি ফিল্ডার হিসেবে মাঠ নামেন একাদশে সুযোগ না পাওয়া ফিলিপস। চতুর্থ ওভারের সময় বল ছুঁড়ে মারতে গিয়ে কুঁচকিতে টান লাগে ফিলিপসের। এরপর প্রাথমিক চিকিৎসা নিলেও মাঠে থাকতে পারেননি ফিলিপস। তখনই ধারণা করা হচ্ছিল বড় ধরনের ইনজুরিতে পড়েছেন তিনি।

বিজ্ঞাপন

আঘাত পাওয়ার এক সপ্তাহ পর গুজরাটের পক্ষ থেকে জানানো হয়েছে, কুঁচকিতে টান খাওয়ায় এবারের আইপিএলে আর দেখা যাবে না ফিলিপসকে। ভারত ছেড়ে নিউজিল্যান্ডে ফেরত যাচ্ছেন তিনি। সুস্থ হয়ে কবে মাঠে ফিরতে পারবেন, সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

এর আগে গত ৩ এপ্রিল গুজরাটের আরেক বিদেশি ক্রিকেটার কাগিসো রাবাদা ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরে যান। এই মৌসুমে সব মিলিয়ে ৭ জন বিদেশি ক্রিকেটার কিনেছিল গুজরাট। তাদের মধ্যে বাকি রইলেন আর মাত্র ৫ জন।

এই মুহূর্তে ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে গুজরাট।

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ গুজরাট টাইটানস গ্লেপ ফিলিপস।