পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) ভোররাতে পৌর শহরের কলেজপাড়া এলাকায় এ অগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুহুর্তেই আগুন ছড়িয়ে যায়। এতে ১০টি দেকান মুহূর্তেই পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি টিম ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে।
গলাচিপা উপজেলার ফায়ার সার্ভিসে স্টেশনের ষ্টেশন অফিসার কামাল হোসেন বলেন, ধারনা করা হচ্ছে আগুনে ওই ১০ ব্যবসায়ীর প্রায় এক কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে সেটি এখন নিশ্চিত হওয়া যায়নি।