মার্চ ফর গাজা
সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মিছিলে মানুষের ঢল
১২ এপ্রিল ২০২৫ ১৪:৪৭ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৬:৫৩
ঢাকা: ফিলিস্তিনের গাজা ও রাফা শহরে ইসরায়েলি বাহিনীর বর্বরোবিত গণহত্যার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট’-এর ব্যানারে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে যোগ দিতে রাধানীর বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশিবাজার মোড় ও নীলক্ষেত মোড় থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকছে হাজার হাজার মানুষ।
শনিবার (১২ এপ্রিল) বাদ জোহর বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে পূর্ব নির্ধারিত পয়েন্টে জমা হয় মুসল্লিরা। এরপর সেখানে থেকে দুপুর ২ টায় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদানের দিকে রওনা হন তারা। দুপুর আড়াইটা নাগাদ উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট ও টিএস গেট দিয়ে উদ্যানে প্রবেশ করে হাজার হাজার মানুষ।
যারা কাকরাইল ও গুলিস্থান জিরো পয়েন্ট থেকে রওনা দিয়েছেন, তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট দিয়ে ঢুকছেন আর যারা বাংলামোটর, বকশিবাজার ও নীলক্ষেত থেকে রওনা দিয়েছেন তারা টিএস সংগলগ্ন গেইট দিয়ে উদ্যানে প্রবেশ করছেন।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ব্যানারে আয়োজিত এ কর্মসূচি সফল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজুলিসের আমির মামুনুল হক, মসজিদ উদ তাকওয়ার খতিব মুফতি সাইফুল ইসলাম, টেনমিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, আদ দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক মোক্তার আহমেদ, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, বর্তমান ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, জনপ্রিয় উপস্থাপক আরজে কিবরিয়া সংহতি প্রকাশ করে সোহরাওয়ার্দী উদ্যানের গণজমায়েতের উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এরইমধ্যে অনেকেই গণজমায়েতে উপস্থিত হয়েছেন। এতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।
এদিকে এই জমায়েত নির্ঝঞ্ঝাটভাবে সম্পন্ন করতে দুটি বিশেষ নির্দেশনা ও চারটি সাধারণ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ নির্দেশনা দুটি হল—শনিবার টিএসসির মেট্রোস্টেশন বন্ধ থাকবে ও সব পরীক্ষার্থীর জন্য রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। আর সাধারণ নির্দেশনাগুলো হলো—গণজমায়েতে অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী (পানি, ছাতা, মাস্ক) সঙ্গে রাখবেন ও পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন; যেকোনো পরিস্থিতিতে ধৈর্য–শৃঙ্খলা বজায় রাখবেন ও আইনশৃঙ্খলা বাহিনী–স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন; রাজনৈতিক প্রতীকবিহীন সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড, শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করার অনুরোধ এবং দুষ্কৃতকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকতে হবে, প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে।
শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই ‘মার্চ’ হওয়ার কথা ছিল। কিন্তু, বিনিয়োগ সামিটে আসা বিদেশি বিনিয়োগকারীদের চলচল স্বাভাবিক রাখা এবং এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে মার্চের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটিই হবে সবচেয়ে বড় জমায়েত। দল–মতনির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
মিডিয়া সন্বয়ক ফজলুল করীম মারুফ সারাবাংলাকে জানিয়েছেন- সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজনের মঞ্চ থেকে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। এরপর ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে বর্জন করা নিয়ে শপথবাক্য পাঠ করা হবে। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হবে।
এদিকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ফেসবুক পেজে ‘মার্চ ফর গাজা’র পক্ষে সংহতি জানিয়ে এরইমধ্যে রাজনীতিবিদ, আলেম-ওলামা ও বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে। ভিডিও বার্তা দেওয়া রাজনীতিকদের মধ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু), খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রয়েছেন।
সারাবাংলা/এজেড/এমপি