এসএসসির প্রশ্ন সরবরাহের নামে প্রতারণা, কলেজছাত্র গ্রেফতার
১২ এপ্রিল ২০২৫ ১৫:৩৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৭:৩৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের নামে প্রতারণার অভিযোগে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) গভীর রাতে উপজেলার উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার গাজী আদিব (২৩) বাড়ি বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নে। তিনি চট্টগ্রাম নগরীর ওমরগণি এমইএস কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে সরবরাহের আশ্বাস দিয়ে বিভিন্নজনের সঙ্গে হোয়াটস অ্যাপ ও মেসেঞ্জারে আদিবের কথোপকথনের প্রমাণ আমরা পেয়েছি। তবে এখনও পর্যন্ত তার কাছে কোনো প্রশ্নপত্রের নমুনা পাইনি। আমাদের ধারণা, প্রশ্নপত্র সরবরাহের নামে প্রতারণার মাধ্যমে টাকাপয়সা হাতিয়ে নেয়ার কৌশল নিয়েছিল।’
আদিবের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে ডিজিটাল নিরাপত্তা আইনে না কি শুধুমাত্র প্রতারণার অভিযোগে মামলা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ওসি।
সারাবাংলা/আরডি/এমপি