নেতানিয়াহুর কুশ পুতুলে জুতা-ঝাড়ু পেটা
১২ এপ্রিল ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৭:৩৭
ঢাকা: মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষুব্ধ জনতা দখলদার ইসরায়েলির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশ পুতুলে জুতা-ঝাড়ু পেটা করেছে।
শনিবার (১২ এপ্রিল ) বিকেল ৩টায় রাজধানীর পলাশী মোড়ে এ দৃশ্য দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ঢাকা লালবাগ এলাকা থেকে আসা বিশাল এক মিছিলের মাঝখানে পুরোনো কাপড়, ফোন দিয়ে বানানো নেতানিয়াহুর কুশপুতুলে শত শত বিক্ষুব্ধ জনতা জুতা ও ঝাড়ু দিয়ে পেটাচ্ছেন। তুমুল পিটুনিতে নেতানিয়াহুর মুখ এদিক ওদিক বেঁকে যাচ্ছে। সেটি ঠিক করে নিয়ে পুনরায় পেটানো হচ্ছে।
শুধু তাই নয়, নরঘাতক নেতানিয়াহুর কুশ পুতুলে বিক্ষুব্ধ জনতা লাথি, কিল, ঘুষিও মারছে সমানতালে এবং নেতানিয়াহুর কুশ পুতুলের চারদিকে ঘিরে বলয় তৈরি করে স্লোগান দিচ্ছে- ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর চামড়া, কুত্তা দিয়ে কামড়া’।
এদিকে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে ঢাকার নবাবগঞ্জ, চকবাজার, লালবাগ, আজিমপুর, রায়েরবাজার, পিলখানা, নিউইয়র্কে এলাকা থেকে হাজার হাজার মানুষ খোলা ট্রাক এবং পায়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হচ্ছেন। তাদের মুখে ‘কেএফসি কেএফসি-বয়কট বয়কট, বাটা বাটা – বয়কট বয়কট’ স্লোগান।
সারাবাংলা/এজেড/আরএস