Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৭:৩৬

ছুরিকাঘাতে নিহত পরিবহন শ্রমিক আশরাফুল ইসলাম মুসা

নড়াইল: নড়াইল শহরের নতুন বাস টার্মিনালে ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম মুসা (৪৫) নামে এক পরিবহন শ্রমিক (বাস চালকের সহকারী) খুন হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম মুসা নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর এলাকার মৃত সামছের মুন্সীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে দলজিৎপুরের নিজ বাড়ি থেকে বের হন মুসা। এরপর তিনি শহরের নতুন বাসটার্মিনালে আসেন। রাতে সেখানেই ছিলেন। শনিবার সকালে নড়াইল টার্মিনাল ভবনের একটি কক্ষে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় মুসার মৃত্যু হয়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে মুসা নামে এক পরিবহন শ্রমিক মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। দ্রুত রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেফতার করা হবে।

সারাবাংলা/এসআর

ছুরিকাঘাত নড়াইল পরিবহন শ্রমিক খুন

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর