Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন দেয় কালো শার্ট পরা যুবক

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৭:৩৬

বর্ষবরণের জন্য তৈরি করা মূল মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পয়লা বৈশাখ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফে আগুন দেওয়ার ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ফুটেজ বিশ্লেষণ করে কালো শার্ট পরা একজনকে আগুন দিতে দেখা গেছে বলে জানিয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন।

শনিবার (১২এপ্রিল) ভোরে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে আগুন দেওয়া হয়। এতে মোটিফটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বিজ্ঞাপন

মো. ইসরাফিল রতন বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আজ ভোরের দিকে একজন ব্যক্তি এই প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয়। বয়সে তাকে যুবক বলে মনে হয়েছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর বেলায় জিন্স প্যান্ট ও কালো শার্ট পরা এক যুবক ঘটনাস্থলের প্রবেশ করে। তার মুখে মাস্ক ছিল, চেহারা বোঝা যাচ্ছিল না। তবে তার মধ্যে কোনো ধরনের চাঞ্চলতা বা উদ্বিগ্নতা দেখা যায়নি। সে খুব ধীরস্থিরভাবে প্রতিকৃতিতে প্রথমে আগুন লাগায়। প্রথমে লাগানো আগুন কিছুক্ষণ জ্বলে নিভে যায়। পরে আবারও সে আগুন লাগায়।’

ওই ব্যক্তিকে শনাক্ত করা গেছে কি না? সে কি ক্যাম্পাসের ভেতরের কেউ না বাইরের কেউ?— এমন প্রশ্নের জবাব তিনি বলেন, ‘পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে আমরা তদন্ত করছি। তবে তার মুভমেন্ট দেখে বোঝা গেছে, এখানকার পরিবেশ তার খুব পরিচিত।’

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল জানান, ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ওই আকৃতি পুরোটাই পুড়ে গেছে। সেইসঙ্গে পায়রার অবয়বটাও পুড়ে গেছে। আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে আগুন লাগানো হয়।’

বিজ্ঞাপন

চারুকলার এক শিক্ষার্থী বলেন, ‘এটির নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছিল। আজকের মধ্যে এটির কাজ শেষ হয়ে যেত। এটি নিঃসন্দেহে ষড়যন্ত্র। আমি নিশ্চিতভাবে বলতে পারি, কেউ ইচ্ছা করেই আগুন লাগিয়েছে। প্রশাসনের লোকজনও এর পেছনে জড়িত কি না খুঁজে বের করতে হবে। কারণ রাতে এখানে পুলিশের লোকজনও উপস্থিত ছিল।’

প্রসঙ্গত, এ বছর বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য বাঁশ-বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল দৈত্যাকৃতির ‘ফ্যাসিবাদী প্রতিকৃতি’, যার উচ্চতা ছিল প্রায় ২০ ফুট। যেখানে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মুখাবয়বের দুপাশে ছিল শিংয়ের মতো অবয়ব। প্রতিকৃতিতে প্রলেপের কাজ শেষ হয়েছিল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটিই ছিল এবারের শোভাযাত্রার প্রধান মোটিফ।

সারাবাংলা/ইউজে/পিটিএম

আগুন টপ নিউজ প্রতিকৃতি মুখাবয়ব মোটিফ শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর