হাতিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন
১২ এপ্রিল ২০২৫ ১৯:০৬
নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রাকিব হোসেন খুন হয়েছেন। এ ঘটনায় ছোট ভাই সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী তাজনাহার মামলা করেছেন।
নিহত রাকিব হোসেন চরচেঙ্গা গ্রাম মৃত এনায়েত হোসেন ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এনায়েত হোসেনের ছেলে রাকিব ও সাকিব দুই ভাই। ছোট ভাই সাকিব এলাকায় তিনটি বিয়ে করেন। তার তিন স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। শুক্রবার রাতে সাকিব পাশের এলাকায় ফের আরেকটি বিয়ে করে বউ নিয়ে ঘরে আসেন। এ নিয়ে বড় ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে শান্ত করেন। কিছু সময় পর আবারও দুই ভাই বাকবিতণ্ডায় জড়ান। উপস্থিত লোকজন কিছু বুঝে উঠার আগেই ছোট ভাই ঘর থেকে দৌড়ে এসে বড় ভাইয়ে বুকে ছুরি বসিয়ে দেয়। এতে ঘটনাস্থলে বড় ভাইয়ের মৃত্যু হয়।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা দায়ের করেছেন। ছোট ভাই সাকিবকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
সারাবাংলা/এসআর