Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি: শারমীন মুরশিদ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ১৯:১৭ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২১:৩২

ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয়ার পর আমরা এ দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছি। এদেশের মানুষের কাছে থেকে বিগত ফ্যাসিস্ট সরকার কতটা দূরে সরে গিয়েছিল, যার কারণে জুলাই বিপ্লবের সৃষ্টি হয়েছিল- তা আমাদের সকলের জানা আছে।

তিনি বলেন, জুলাই যুদ্ধে তরুণদের মধ্যে যারা রাস্তায় ছিল তাদের অধিকাংশে শ্লোগান তুলেছিল মেয়েরা। শুধু তাই নয় ৭১ এর মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থানেও মেয়েরা ছিল সবখানে।

বিজ্ঞাপন

তিনি আজ ঢাকায় বারিধারায় কসমোপলিটন ক্লাবে উইমেন এন্টারপ্রেয়নিয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী ও নববর্ষের উৎসব-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে উইমেন এন্টারপ্রেয়নিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শিজান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান। গুলশান লেডিস কমিউনিটি ক্লাবের সভাপতি সালমা খালেদ এবং উইমেন এন্টারপ্রেয়নিয়ার অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপদেষ্টা বলেন, জুলাই যুদ্ধে ‘কোটা নয় মেধার জয়’ তরুণ প্রজন্মদের সেদিনের স্লোগানে তাদের মুখের ভাষাই বলে দেয় যে, বিগত সরকারের অপশাসন, দুর্নীতি, জুলুম নির্যাতনের শিকার ছিল এদেশের জনগণ।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, অন্যায়, দুর্নীতি এতসব অন্যায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্মদের স্পিড ছিল বলেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ দেশের রাজনৈতিক সংস্কৃতি ধারা পরিবর্তন না হলে আবার তরুণ সমাজ মাঠে নামবে, তারা জেগে উঠবে ।

বাংলার তরুণদের কে দাবিয়ে রাখবে, তারা মরতে ভয় পায় না। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, আমরা যারা দায়িত্ব পেয়েছি, আমরা যাতে ভুলে না যাই যে, এই তরুণ বাচ্চাদের বুকের রক্তকে, যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে।

তিনি বলেন,মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে ৫০ লাখ মেয়েদের বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ব্যবস্থা নেয়া হয়েছে, মেয়েদের সেলাই কাজ, কারুশিল্প এর পাশাপাশি বিজ্ঞানমনষ্ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

সারাবাংলা/এফএন/আরএস

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়