ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪
নরসিংদী: নরসিংদীর পলাশে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে আশিক দেওয়ান শান্ত (১৮) নামে প্রেমিককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আটক আশিকের বন্ধু পলাতক রয়েছেন।
শনিবার (১২এপ্রিল) দুপুরে নরসিংদী জেলা হাসপাতাল থেকে আশিক দেওয়ান শান্তকে আটক করে পুলিশ। এর আগে শুক্রবার ধর্ষণের ঘটনা ঘটে।
আটক শান্ত শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের হারুন দেওয়ানের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, আশিকের সঙ্গে ওই কিশোরী টিকটকের মাধ্যমে পরিচিত হয়। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। শুক্রবার আশিক কিশোরী প্রেমিকাকে পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায় ঘুরতে নিয়ে যায়। পরে ওই গ্রামে আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন করে।
অভিযোগ রয়েছে, প্রেমিক আশিক দেওয়ান শান্ত ও তার এক বন্ধু মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে। কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতাল থেকে আশিককে আটক করে পুলিশ।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ভুক্তভোগী কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিকেলে ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসআর