Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানি তোশিবা টিভি এখন বেস্ট ইলেকট্রনিক্সে

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ২২:১৬

ঢাকা: বিনোদনের জন্য টিভি একটি অন্যতম মাধ্যম। আধুনিক এই যুগে স্মার্ট ও অত্যাধুনিক টিভি সবার চাহিদা। আর এই টিভি যদি হয় জাপানের বিখ্যাত তোশিবা টিভি তাহলে তো আর কথাই নেই। এখন থেকে তোশিবার এই গুগোল টিভিগুলো পাওয়া যাবে বেস্ট ইলেকট্রনিক্সের প্রতিটি শোরুমে।

শনিবার (১২ এপ্রিল) রাজধানীর অভিজাত একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক এই ঘোষণাটি দেওয়া হয়। বেস্ট ইলেকট্রনিক্স এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ তাহমিদ জামান রাশিক এই ঘোষণা দেন। বেস্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ আসাদুজ্জামান, হেড অব বিজনেস মারজুমান রহমান।

বিজ্ঞাপন

এই উদ্যোগ সম্পর্কে বেস্ট ইলেকট্রনিক্স এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ তাহমিদ জামান রাশিক উপস্থিত সবাইকে বলেন, ‘আমরা ২০১৩ সাল থেকে তোশিবা টিভি বিক্রি করছি। এটি একটি স্বনামধন্য ও নির্ভরযোগ্য জাপানি ব্র্যান্ড। তোশিবা টিভির অত্যাধুনিক প্রযুক্তি, দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও আকর্ষণীয় ডিজাইনের কারণে আমাদের সেলস টিম এই ব্র্যান্ড নিয়ে খুব আত্মবিশ্বাসী এবং গ্রাহকদের কাছ থেকেও আমরা ভালো রেসপন্স পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা র‍্যানকন ইনেকট্রনিক্স এর সঙ্গে যৌথভাবে কাজ করছি কারণ র‍্যানকন ইলেক্ট্রনিক্স এর রয়েছে বাংলাদেশের অন্যতম আধুনিক টেলিভিশন ফ্যাক্টরি। আর আমাদের রয়েছে সারা দেশব্যাপী বিস্তৃত রিটেইল নেটওয়ার্ক। বেস্ট ইলেক্ট্রনিক্স ও র‍্যানকন ইলেক্ট্রনিক্স এর এই যৌথ উদ্যোগের মাধ্যমে ক্রেতাদের জন্য নিশ্চিত হবে সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা এবং বিশ্বমানের পণ্য।’

বিজ্ঞাপন

র‍্যানকন ইলেকট্রনিক্স এর ডিভিশনাল ডিরেক্টর ঈয়ামিন শরীফ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, ‘বিশ্বব্যাপী জাপানি তোশিবা টিভি প্রযুক্তির শ্রেষ্ঠত্ব এবং গুণগত মানের জন্য একটি বিশ্বস্ত নাম। র‍্যানকন ইলেকট্রনিক্স এর লক্ষ্য হচ্ছে বাংলাদেশে সেই একই আন্তর্জাতিক মান নিশ্চিত করা, যাতে দেশের প্রতিটি গ্রাহক সাশ্রয়ী মূল্যে তোশিবার প্রিমিয়াম স্মার্ট গুগোল টিভি ব্যবহার করতে পারেন।’

র‍্যানকন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও এ কে এম তৌহিদুর রহমান, সিওও সামির মোহাম্মদ সালেহ সহ অন্যান্য কর্মকর্তারা।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

আধুনিক টিভি জাপানি পণ্য টিভি তোশিবা টিভি বেস্ট ইলেকট্রনিক্স

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর