Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ২৩:০১ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২৩:০৩

ইউপি সদস্য গ্রেফতার

সুনামগঞ্জ: ধর্মপাশায় দেশীয় অস্ত্রসহ জায়েদ নূর নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনয়িনের রংপুরহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

জায়েদ নূর ওই গ্রামের মৃত লালন মিয়ার ছেলে।

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ওইদিন সকাল থেকে শান্তিগঞ্জ অস্থায়ী আর্মি ক্যাম্পের মেজর সালাউদ্দিন কাদের রাজার নেতৃত্বে ধর্মপাশা থানা এলাকায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালিত হয়। দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে এলাকায় অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করার পাঁয়তারার সময় জায়েদ নূরকে গ্রেফতার করা হয়।

এ সময় তার বসতঘর তল্লাশি করে একটি রামদা, দুইটি দা, একটি হকিস্টিক, একটি স্টীলের হোল্ডিং স্টিক, একটি মোবাইল, একটি সিমসহ একটি কাঁচের বোতল পাওয়া যায়।

তিনি আরও বলেন, বিকেলে জায়েদ নূরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই

ইউপি সদস্য ইউপি সদস্য গ্রেফতার দেশীয় অস্ত্র দেশীয় অস্ত্রসহ গ্রেফতার সুনামগঞ্জ

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর