Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ভাবিকে ধর্ষণের ঘটনায় দেবর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ২৩:৩৭

গ্রেফতার। প্রতীকী ছবি

খুলনা: খুলনার রূপসায় প্রবাসীর স্ত্রী ও নিজ ভাবিকে ধর্ষণের ঘটনায় সামাদ শেখ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) পুলিশের এক বিশেষ অভিযানে শিয়ালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১২ এপ্রিল) রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ভিকটিমের অভিযোগ মতে স্বামী প্রবাসে থাকায় গ্রেফতারকৃত দেবর সামাদ বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দিত। কিন্তু ভিকটিম তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় সামাদ গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে ওই নারীকে ধর্ষণ করে।

তিনি আরও বলেন, ‘বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়ে অবশেষে গতকাল শুক্রবার ভিকটিম বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

খুলনা গ্রেফতার দেবর

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর