Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবির গল্প
মার্চ ফর গাজা

সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

ফিলিস্তিনের গাজায় সংঘটিত বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দিয়েছিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। শনিবার (১২ এপ্রিল) দুপুর তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত শুরুর কথা থাকলেও তার আগেই বিভিন্ন স্থান থেকে নারী–পুরুষসহ সর্বস্তরের মানুষ সমাবেত হতে থাকে। কর্মসূচি ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশেপাশের এলাকায় লাখ লাখ মানুষের উপস্থিতে যেন জনসমুদ্রে রূপ নেয়। ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুখরিত হতে থাকে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও অংশ নিয়ে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন। বিকেল চারটার কিছু পরে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। সোহরাওয়ার্দী উদ্যানসহ আশেপাশের এলাকা ঘুরে ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

ছবির গল্প মার্চ ফর গাজা

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর