Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
কষ্টার্জিত জয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করল বার্সা

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫ ০৮:৫৩ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১২:০৭

টানা জয়ে শীর্ষেই রইল বার্সা

রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থেকে লা লিগার শীর্ষেই ছিল বার্সেলোনা। লেগানেসের বিপক্ষে জিতে সেই ব্যবধানটা আরও বাড়ানো লক্ষ্যেই মাঠে নেমেছিল কাতালানরা। দলের কেউ গোল না পেলেও প্রতিপক্ষের আত্মঘাতী গোলে কষ্টার্জিত এক জয় পেয়েছে বার্সা। এই জয়ে রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল হ্যান্সি ফ্লিকের দল।

নিজেদের মাঠে শুরু থেকেই বার্সাকে চাপে রেখেছে লেগানেস। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিলেন তারা। তবে বার্সা রক্ষণভাগ ও গোলকিপার সেজনির দৃঢ়তায় লিড পাওয়া হয়নি তাদের।

বিজ্ঞাপন

গোলের সুযোগ পেয়েছিল বার্সাও। তবে রাফিনহা-লেভানডস্কিরা জাল খুঁজে পাননি। বিরতির ঠিক আগে পেনাল্টির জোরালো আবেদন করে লেগানেস। রেফারি অবশ্য পেনাল্টির বাঁশি বাজাননি। গোলশূন্যভাবেই তাই শেষ হয় হাফ টাইম।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড পায় বার্সা। ৪৮ মিনিটের মাথায় রাফিনহার ক্রসে উড়ে আসা বলে পা লাগিয়ে নিজের জালেই বল জড়ান লেগানেসের জর্জ সায়েঞ্জ। ৫৮ মিনিটে গোলের দারুণ এক সুযোগ নষ্ট করেছেন বার্সার লোপেজ।

ম্যাচের শেষভাগে ম্যাচে সমতা ফেরাতে পারত লেগানেস। অন্তিম মুহূর্তে ইনিগো মার্টিনেজের দারুণ এক ট্যাকেলে গোলের দেখা পায়নি লেগানেস। এতে ১-০ গোলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে বার্সা।

এই জয়ে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বার্সা। ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিতে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

সারাবাংলা/এফএম

বার্সেলোনা লা লিগা লেগানেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর