পহেলা বৈশাখে নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না: র্যাব মহাপরিচালক
১৩ এপ্রিল ২০২৫ ১২:০২ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৩:৩৪
ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের অনুষ্ঠানে নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না বলে আমি আশাবাদী। এই অনুষ্ঠান যেন সুষ্ঠুভাবে করা যায় সে জন্য সবার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।
রোববার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর রমনা বটমূলে নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শহীদুর রহমান বলেন, আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী ও জনপ্রতিনিধি জনসাধারণের সঙ্গে আমরা কাজ করছি। আমরা সর্বপ্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি সুন্দর ভাবে আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারব।
তিনি বলেন, ‘আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং চালাচ্ছি, যাতে এই অনুষ্ঠান ঘিরে কেউ অপপ্রচার চালাতে না পারে। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি আমরা শিশু, মা – বোন, বৃদ্ধ তাদের প্রতিও বিশেষ নজর রাখবো।’
র্যাব মহাপরিচালক বলেন, আমরা এবার পোশাকে, সাদা পোশাকে, রাস্তায় মটরসাইকেল টহল বাড়িয়ে দিয়েছি। আমাদের পাশাপাশি, সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য গোয়েন্দা বাহিনী দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, এবার যতগুলো অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সবগুলো অন্যান্য বছরের চেয়ে নিরাপত্তা ও আনন্দ উৎসবের দিক থেকে সুন্দরভাবে হয়েছে। এবারও তার কোনো কমতি হবে না।
ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি-না জানতে চাইলে শহীদুর রহমান বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের ত্রুটি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এমএইচ/এমপি