Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির মামলায় খালাস পেলেন ফালু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১২:৫৯ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৪:৪০

বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুকে খালাস দিয়েছেন আদালত। ছবি: সারাবাংলা

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনসহ সম্পদের তথ্য গোপনে দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুকে খালাস দিয়েছেন আদালত।

রোববার (১৩ এপ্রিল) ঢাকার বিশেষ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। মামলায় কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি বলে জানিয়েছেন বিচারক।

রায় দেয়ার সময় বিচারক বলেন, ফালুর অবৈধ সম্পদ থাকলে অবরুদ্ধ করতেন আদালত। কিন্তু তা করা হয়নি। সুতরাং এ মামলা থেকে তাকে খালাস দেওয়া হলো।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমদ আলী সালাম বলেন, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার মামলায় খালাস পেয়েছেন মোসাদ্দেক আলী ফালু। এদিন স্ত্রীসহ আদালতে উপস্থিত ছিলেন তিনি।

২০০৭ সালের ৮ জুলাই মতিঝিল থানায় ফালুর বিরুদ্ধে মামলা করেন দুদকের তৎকালীন কর্মকর্তা রহিমা। ২০১৮ সালের ২৭ আগস্ট মামলাটির অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয়। কিন্তু ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ এ রায় দেন বিচারক।

সারাবাংলা/আরএম/এমপি

খালাস দুর্নীতি মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর