নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
১৩ এপ্রিল ২০২৫ ১৩:০৯
বাগেরহাট: বাগেরহাটের মোংলার পিকনিক কর্ণার সংলগ্ন নদীর পাড় থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরে মরদেহটি উদ্ধার করা হয়।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ মো. লুৎফুল কবির জানান, রোববার দুপুরে মোংলার পানির ঘাট এলাকায় নদীতে অর্ধগলিত একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
অজ্ঞাত মরদেহটি শনাক্তে মৃত ওই নারীর আঙ্গুলের ছাপ নিয়েছে পিবিআই। ময়নাতদন্তের জন্য দুপুরেই বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মরদেহটি।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘এখনো কিছু বলা যাচ্ছে না, মরদেহটি যেহেতু অজ্ঞাত, সুরতহাল করার পরে জানা যাবে কী ঘটেছিল। মরদেহ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সারাবাংলা/এসডব্লিউ