Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মডেল মেঘনাকে আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৩:৪৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৭:৫২

ঢাকা: বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে মেঘনার বাবার পক্ষে এ রিট করেন ব্যারিস্টার সারা হোসেন।

আদেশে বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার পরিপন্থি ক্ষতিকর কার্য থেকে নিবৃত্ত করার জন্য এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ৩০ দিনের এই আটকাদেশ দেয়া হয়েছে। পরবর্তীতে মেঘনাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। গত ১০ এপ্রিল তাকে বিশেষ ক্ষমতা আইনে কারাগারে রাখার আদেশ দেন আদালত। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে মেঘনাকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। পরে তাকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ।

সারাবাংলা/আরএম/আরএস

মডেল মেঘনা আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর