Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৪:২২

গ্রেফতার মাদক কারবারি জহির উদ্দিন ওরফে জাইল্যা জহির (৩৩)।

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তায় ঢাকা থেকে নোয়াখালী-লক্ষীপুরগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ইয়াবাসহ জহির উদ্দিন ওরফে জাইল্যা জহির (৩৩) কে আটক করেছে জেলা মাদকদ্রব্য অধিদফতর। এ সময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে ইয়াবাসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (১৩ এপ্রিল) সকালে চৌমুহনীর চৌরাস্তার পূর্ব পাশে লক্ষ্মীপুর-নোয়াখালী প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মাদক কারবারি জহির উদ্দিন ওরফে জাইল্যা জহির উপজেলার বাঞ্চানগরের ২নং ওয়ার্ডের বৈরাগীর বাড়ির বাসিন্দা।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নোয়াখালী জেলা কার্যালয়ের সদস্যরা বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে অবস্থান নেয় এবং অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন। পরে তারা ওই বাসে অভিযান চালিয়ে জহিরকে ইয়াবাসহ আটক করেন।

শুভ আরও জানান, আটক জহিরের বিরুদ্ধে আগেরও ৯টি মাদক মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানান, তিনি ঢাকার কেরানীগঞ্জ থেকে ইয়াবা সংগ্রহ করে লক্ষ্মীপুর এলাকায় পাইকারি হিসেবে সরবরাহ করতেন।

সারাবাংলা/এনজে

আটক ইয়াবা মাদক কারবারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর