Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছোট সাজ্জাদের’ স্ত্রী তামান্নাকে আত্মসমর্পনের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৪:২৫ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৭:৫০

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন। ছবি: সংগৃহীত

ঢাকা: চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে সাতদিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হজ।

এর আগে, ৯ এপ্রিল তামান্নার আগাম জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মো. মাহবুব উল আলম ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, গত ১৫ মার্চ রাতে রাজধানীর বসুন্ধরা শপিংমলে ঘোরাঘুরি করার সময় সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। স্বামীকে গ্রেফতারের পরই ফেসবুক লাইভে আসেন তামান্না। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়।

৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, ‘কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসবো। খেলা শুরু করছো তোমরা, শেষ করবো আমরা।’

গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় সাজ্জাদকে ধরতে যায় পুলিশ। ওই সময় গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি। এতে পুলিশসহ পাঁচজন আহত হন। এরপর ২৯ জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার। ঠিক এর আগের দিন ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে পেটানোর হুমকি দেন শীর্ষ এই সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে।

সাজ্জাদকে গ্রেফতারের পর চট্টগ্রামে জোড়া খুন হয়।গত ৩০ মার্চ নগরের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় একটি প্রাইভেটকারকে ধাওয়া দিয়ে গুলি করে ঝাঁঝরা করা হয়। এতে দুই আরোহী নিহত হন। ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ও সাজ্জাদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জেরে অনুসারীরা সরোয়ারের সহযোগীদের ওপর হামলা চালান বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় গত ১ এপ্রিল চট্টগ্রামের বাকলিয়া থানায় একটি মামলা করেন নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম। মামলায় সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাকে হুকুমের আসামি করা হয়।

সারাবাংলা/আরএম/এমপি

আত্মসমর্পন আদালত ছোট সাজ্জাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর