আইসিসির স্বীকৃতি পাচ্ছে টি-১০ ক্রিকেট?
১৩ এপ্রিল ২০২৫ ১৫:০২
সময়ের সঙ্গে সঙ্গে কমছে ক্রিকেট ম্যাচের দৈর্ঘ্য। এখন বেশ ঘটা করেই বিশ্বজুড়ে আয়োজন করা হয় ১০ ওভারের টি-১০ লিগের। আইসিসির বৈঠকে এবার দাবি উঠেছে, টি-১০ ক্রিকেটকে যেন লিস্ট-এ এর মর্যাদা দেওয়া হয়।
ক্রিকেট ইতিহাসে ২০১৭ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় বড় পর্যায়ের টি-১০ লিগ। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি টি-১০ লিগ এখনো চলছে দাপটের সঙ্গেই। এই লিগে নিয়মিতই খেলছেন নামীদামী ক্রিকেটার। আরব আমিরাতের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও জিম্বাবুয়েও আয়োজন করছে টি-১০ লিগ।
আইসিসির পূর্ণ সদস্যের কোনো দেশ এখন পর্যন্ত এই ফরম্যাটে মাঠে নামেনি। তবে সহযোগী দেশগুলো এই ফরম্যাটকে বেশ পছন্দই করেছেন। বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলো নিয়মিত খেলছে সংক্ষিপ্ত এই ফরম্যাটে।
এসব কারণেই এবারের আইসিসি বোর্ড সভায় উঠেছে দাবিটি। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বোর্ড মিটিং বেশ কয়েকটি দেশ প্রস্তাব তুলেছে, টি-১০ ক্রিকেটকে যেন স্বীকৃতি দেওয়া হয়। এই ফরম্যাটকে লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা দেওয়া হলে ম্যাচগুলোর রেকর্ড ক্রিকেটারদের প্রোফাইলে যুক্ত হবে।
তবে শেষ পর্যন্ত আইসিসি কবে নাগাদ টি-১০ ক্রিকেটকে স্বীকৃতি দেবে, সেই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি। বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, এই মুহূর্তে বেশিরভাগ দেশ এই ফরম্যাটকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষেই ভোট দিয়েছে।
সারাবাংলা/এফএম