Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা ও তারেকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


২২ ডিসেম্বর ২০১৭ ১৬:১৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ১৬:২১

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা ‘মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়ে  দলটির নেতৃৃবৃন্দ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত  ওই সভায়  সভাপতি ছিলেন  মো.কামরুজ্জান সেলিম।

সভায় আমির খসরু সরকারের সমালোচনা করে বলেন, ‘ক্ষমতাশীনরা বিচার ব্যবস্থা ও জনগণের স্বাধীনতা খর্ব করে রেখেছেন। তারা জনসাধারণেরর ভোটাধিকার ও বিচার বিভাগীয় স্বাধীনতাকেও খর্ব করে রেখেছে।’

সারাবাংলা/এআই/এমএ/আইজেকে

আমির খসরু খালেদা জিয়া তারেক রহমান বিএনপি মিথ্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর