আছিয়া হত্যা মামলার চার্জশিট প্রস্তুত: আইন উপদেষ্টা
১৩ এপ্রিল ২০২৫ ১৪:৩৯ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৫:৩৭
ঢাকা: আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশীট প্রস্তুত আজই আদালতে দাখিল হবে। এই বিচার অতি দ্রুত সময়ে শেষ করা হবে বলেও জানান তিনি।
রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব বলেন আইন উপদেষ্টা।
এ সময় তিনি মডেল মেঘনা আলমকে গ্রেফতারের বিষয় নিয়েও কথা বলেন। তিনি বলেন, মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মডেল মেঘনা আলমকে ঢাকায় তার বাসা থেকে পুলিশ আটক করার দুদিন পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়েছেন।
আইন উপদেষ্টা বলেন, ‘মডেল মেঘলা আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিটেনশন দিয়েছিল। এটা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। এটা নিয়ে আমরা সরকারের উচ্চ পর্যায়ে মিটিং করেছি, এ ব্যাপারে বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান ও অন্যদের বক্তব্যের বিষয়ে আমরা সচেতন আছি।
সংবাদ ব্রিফিং এ আরো বলেন, এ পর্যন্ত ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে ৮৮ মিলিয়ন ডলার চুরি হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা জানান, সেজন্য একটা রিভিউ কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন।
সারাবাংলা/জেআর/এমপি