পেছাল ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৫:১৯ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৬:০৫
১৩ এপ্রিল ২০২৫ ১৫:১৯ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৬:০৫
ঢাকা: সরকারি কর্ম কমিশন-পিএসসি ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ আগস্ট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চাকরিপ্রার্থীদের দাবির মুখে অবশেষে সেই তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৮ মে শুরু হবে।
প্রসঙ্গত, ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৪ সালে। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।
সারাবাংলা/এফএন/এসডব্লিউ