Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় টোলমুক্ত রূপসা ঘাটের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৫:৫৩

পূর্ব রূপসা ঘাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় টোলমুক্ত রূপসা ঘাটের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকাল ১০টায় রূপসা উপজেলার পূর্ব রূপসা ঘাট এলাকায় ঘাট ব্যবহারকারী সর্বস্তরের জনগণ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ব্যস্ততম রূপসা ঘাট টোলমুক্ত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, রূপসা কলেজ, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়, বাগমারা আল আকসা দাখিল মাদরাসা, বাগমারা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সান প্রিন্টিং প্রেস, বাগমারা বাজার বণিক সমিতি, নৈহাটী কালিবাড়ি বাজার বুনিক সমিতি, পূর্ব রূপসা দাদার বণিক সমিতি, ইলাইপুর বাজার বনিক সমিতি, কাজদিয়া বাজার বণিক সমিতিসহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মী, বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠনের নেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড ও ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন শেষে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা ও বিআইডব্লিউটিএ যুগ্ম-পরিচালকের দফতরে স্নারকলিপি প্রদান করা হয়।

রূপসা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস এম মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও জেলা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সদস্য ফাহাদ গাজীর পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম, সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম রিয়াজ, রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম পলাশ, নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস হোসেন, বাগমারা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ লুৎফর রহমান, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী, বাগমারা আল-আকসা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কামাল হোসাইন, রূপসা বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মোল্লা, দৈনিক সময়ের খবরের মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি চক্রবর্তী বিষ্ণু, রবিউল ইসলাম তোতা, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, তরিকুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহবায়ক শেখ রয়েল আজম, রবিউল ইসলাম রবি, মো. ইসমাইল হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম দিদার, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, গণ অধিকার পরিষদ খুলনা জেলা শাখার সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সান প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মইনুল ইসলাম টুটুল সহ আরও অনেকেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

টোল আদায় মানববন্ধন রূপসা ঘাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর