Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পখাতে প্রতি ঘনমিটারে গ্যাসের দাম বাড়ল ১০ টাকা 

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৫:৫৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৮:৪৭

গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে।

ঢাকা: দেশের শিল্পখাতে প্রতি ঘনমিটারে গ্যাসের দাম বাড়ানো হয়েছে ১০ টাকা। সিদ্ধান্ত অনুযায়ী নতুন নির্ধারিত দাম হবে ৪০ টাকা।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জী রেগুলেটরি কমিশন-বিইআরসি এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী প্রতি ঘনমিটারে ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এই ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী, শিল্পখাতের বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। আর ক্যাপটিভে ৩১ দশমিক ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সেখানে আরও বলা হয়, নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সে সব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দামে বিল পরিশোধ করতে হবে। নতুন নির্ধারিত এই বাড়তি মূল্য চলতি এপ্রিল মাস থেকেই কার্যকর হবে।

বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাস ব্যবহারের জন্য ৩০ টাকা হারে বিল পরিশোধ করছেন। বিইআরসি জানিয়েছে যারা এরই মধ্যে গ্যাস সংযোগ পেয়েছে, তারা আগের নির্ধারিত এই দামেই গ্যাস পাবেন। তবে যারা নতুন সংযোগ পেয়েছেন সেই শিল্প প্রতিষ্ঠানগুলো গ্যাসের জন্য প্রতি ঘনমিটারে ৪০ টাকা নির্ধারন করা হয়েছে। এর আগে বিদ্যমান গ্রাহকদের দর (শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১ দশমিক ৭৫ টাকা) অপরিবর্তিত রেখে নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের দাম বাড়ানোর প্রস্তাব করেছিলো পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটির প্রস্তাবের ওপরে গত ২৬ ফেব্রুয়ারি একটি গণশুনানি আয়োজন করা হয়। সেখানে পেট্রোবাংলার দাবি দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতি দেখা দিতে পারে। ওই শুনানীতে সংশ্লিষ্ট অংশীজনেরা তীব্র প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমপি

গ্যাস গ্যাসের মূল্য বৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর