Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরিয়ে দেওয়া হলো ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৬:০১ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৭:৪৯

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা ওই আদেশে বলা হয়েছে, রেজাইল করিম মল্লিককে ডিএমপির সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। তবে ডিবিতে এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

ডিএমপি থেকে ডিবির এই কর্মকর্তাকে সরানোর কোনো সুনির্দিষ্ট কারণ না জানালেও পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সারাবাংলাকে বলেছেন, মূলত মডেল মেঘনার ঘটনাকে কেন্দ্র করেই রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে।

গত বুধবার (৯ এপ্রিল) রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ডিএমপির ডিবি। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে মেঘনা আলমকে কারাগারে পাঠায় পুলিশ। সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এদিকে, মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে, তা সঠিক হয়নি বলে রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

উল্লেখ্য, গত বছর ৫ আগষ্ট জুলাই অভ্যুত্থানের পর ১ সেপ্টেম্বর ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পেয়েছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল।

ডিএমপি সূত্র জানায়, ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ডিএমপির ডিবি প্রধান হওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

ডিএমপি ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর