Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে পহেলা বৈশাখকে কেন্দ্র করে আকাশচুম্বী ইলিশের দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৬:০৬ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৬:১৬

ইলিশ মাছ

পটুয়াখালী: বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখ। আর এ উৎসবের অন্যতম আকর্ষণ পান্তা-ইলিশ। তাই এ উৎসবকে পুঁজি করে বেড়েছে ইলিশসহ সব ধরনের মাছের দাম।

দেশের বৃহৎ মৎস্য বন্দর মহিপুরের পাইকারি মাছ বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৫০০ টাকা কেজি দরে। ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা কেজি দরে। ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২০০ টাকা কেজি দরে। আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে।

বিজ্ঞাপন

হঠাৎ ইলিশের দাম আকাশচুম্বী হওয়ায় বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ। ফিশিং টলার মাঝি শাহজালাল বলেন, ১২ দিন সাগরে অবস্থান করেছি। বাজার খরচ ২ লাখ টাকা, বিক্রি করেছি ৫০ হাজার টাকা। সাগরের পানিতে লবণাক্ততার পরিমাণ বাড়ার কারণে তেমন একটা মাছ পাচ্ছি না।

ক্রেতা অমিদ দে বলেন, ইলিশের দাম বেশি থাকায় পহেলা বৈশাখ পান্তা ইলিশ খাওয়া হবে না। পাইকারি বিক্রেতা ছগির বলেন সমুদ্রে মাছের আকাল থাকায় ইলিশের দাম অনেকটা বেশি।

সারাবাংলা/এনজে

ইলিশ মাছ দাম পহেলা বৈশাখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর