‘যেখানে গণতন্ত্র থাকবে সেখানে কেউ কিছু পোড়াবে না’
১৩ এপ্রিল ২০২৫ ১৭:১৬ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৮:৩৬
ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যেখানে গণতন্ত্র থাকবে, সেখানে শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চা সমৃদ্ধ হবে। যেখানে গণতন্ত্র থাকবে সেখানে কেউ আগুন দিয়ে কোনো কিছু পোড়াবে না। সেখানে সবাই নির্মাণ করবে। কেউ কিছু ধ্বংস করবে না।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে বর্ষবরণের প্রস্তুতি পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ফ্যাসিবাদের আক্রমণের বহিঃপ্রকাশ দেখলাম। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘বাংলা নববর্ষকে বরণ করে নিতে ছাত্র-শিক্ষকরা দুর্দান্ত কাজ করে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে যে কোনো ধরনের নাশকতা, ধ্বংসযজ্ঞ এবং ষড়যন্ত্রের ব্যাপারে সবাই সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। পতিত স্বৈরাচার এবং তাদের দোসররা চেষ্টা করবে আমাদের সব কিছুর মধ্যে ঢুকে সব আয়োজনকে ব্যর্থ করে দিতে। তাদের এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’
রিজভী বলেন, ‘ছাত্র-শিক্ষদের মধ্যে যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, তাদের মধ্যে মতপার্থক্য থাকতে, মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, গর্ব, অর্জন ফ্যাসিবাদের থাবায় যেন নষ্ট না হয়। আমাদের সংস্কৃতির ঐতিহ্য পদ্মা-মেঘনার মতো বহমান, সেটা আমরা বহমানই রাখব।’
তিনি বলেন, ‘৫ আগস্টের পরে মুক্ত বাতাস তৈরি হয়েছে। মুক্ত পরিবেশে প্রাণবন্ত গণতন্ত্র পাওয়ার অপেক্ষা করছি। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বারবার আহবান করেছি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। এ নিয়ে অনেকেই অনেক কিছু বলেছে। তবে আমাদের বিশ্বাস অন্তর্বর্তী সরকার এসব কানে না নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়টিতে গুরুত্ব দেবেন।’
সারাবাংলা/এজেড/এনজে