প্রাথমিক শিক্ষা অধিদফতরে ‘সার্ভার স্টেশন’ উদ্বোধন
১৩ এপ্রিল ২০২৫ ১৭:১৭ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৮:৩৬
ঢাকা: প্রাথমিক শিক্ষার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা অর্জন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিশাল তথ্য ভাণ্ডারের সুষ্ঠু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, নিরাপদ সেবা প্রদান, অধিদফতরের অংশীজনদের জন্য অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণ, অধিদফতরের সংরক্ষিত তথ্যের নিরাপদ সংরক্ষণ ও ব্যাকআপ সার্ভিস নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রধান কার্যালয়ে ‘সার্ভার স্টেশন’ চালু করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ঢাকার মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদফরের প্রধান কার্যালয়ে এর উদ্বোধন করেন। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অডিটোরিয়ামের আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন তিনি।
সার্ভার স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে ২৩ কোটি টাকা এবং অডিটোরিয়ামটির আধুনিকায়নে ব্যয় হয়েছে ৯৭ লাখ টাকা।
উদ্বোধন শেষে উপদেষ্টা আধুনিকায়নকৃত অডিটোরিয়ামে ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশনে সমাপনী বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে ১৫১ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক জনাব আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জেআর/এসডব্লিউ