।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
লক্ষ্মীপুর: সৌদি আরবের হাইলি শহরে দুর্ঘটনায় নাছির উদ্দিন ফয়সল নামে লক্ষ্মীপুরের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোবার (২৪ জুন) রাতে দেশটির একটি রেললাইন নির্মাণ সামগ্রীর কারখানায় মেশিন পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে।
ফয়সল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের পশ্চিম কলাকোপা গ্রামের মৃত মাস্টার আবদুস শহিদের ছেলে।
নিহতের বড় ভাই জসিম আযম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসারের অভাব দূর করতে সাত বছর আগে সৌদি যান ফয়সল। পাঁচ মাস আগে দেশে এসে বিয়ে করেন। বিয়ের পরে দেড় মাস বাড়িতে থেকে ফের সৌদিতে তার কর্মস্থলে ফিরে যান। রোববার রাতে কারখানার একটি মেশিন পরিষ্কার করার সময় দুর্ঘটনায় ফয়সালের মৃত্যু হয়।
সারাবাংলা/টিএম