Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে রাশিয়ার ৩ যুদ্ধজাহাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৯:৩৭ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৯:৪২

চট্টগ্রাম বন্দরে এসেছে রাশিয়ার তিনটি যুদ্ধজাহজ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ। এগুলো হল- রেজিক, হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ এবং পেচেঙ্গা।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে রাশিয়ার কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার।

এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার এন্ড নেভাল অ্যাটাশে এবং চট্টগ্রামের রাশিয়ান অনারারি কনসালসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ অভ্যর্থনা জানায়।

চারদিনের সফরে রাশিয়ার জাহাজগুলোর অধিনায়ক, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিটের কমান্ডার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকগণ পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ এবং নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন।

এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ও নৌবাহিনী পরিচালিত স্কুলগুলোর শিক্ষার্থীরা রাশিয়ার জাহাজগুলো পরিদর্শন করবেন। সফর শেষে রাশিয়ার জাহাজগুলো আগামী বুধবার বাংলাদেশ ত্যাগ করবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসডব্লিউ

চট্টগ্রাম বন্দর রাশিয়ার ৩ যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফর