Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিআরবির শিরিষতলায় গান-নৃত্যে বর্ষবিদায়

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৯:৫২ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ২৩:০৪

সিআরবির বর্ষবিদায় অনুষ্ঠান। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সিআরবির শিরিষতলায় গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক আয়োজনে বর্ষবিদায়ের অনুষ্ঠান হয়েছে। এ আয়োজন থেকে পহেলা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে চট্টগ্রামের সর্বস্তরের সাড়ম্বরে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

চৈত্র্যের শেষদিনে রোববার (১৩ এপ্রিল) বিকেল তিনটায় সিআরবির বর্ষবিদায় ও বর্ষবরণের দু’দিনব্যাপী আয়োজনের পর্দা ওঠে।

বর্ষবিদায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ছবি: সারাবাংলা

বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা একরামুল করিম চৌধুরী বর্ষবিদায়ের অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে আরও বক্তব্য রাখেন রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক শফিকুর রহমান। উপস্থিত ছিলেন আয়োজক সংগঠন নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রামের সদস্য সচিব আবৃত্তিশিল্পী ফারুক তাহের ও সহ-সভাপতি নুরুল আফসার মজুমদার স্বপন এবং উৎসব কমিটির আহ্বায়ক হাসান ফারুক রুমী ও সদস্য সচিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফ মঈনউদ্দিন।

উদ্বোধনী আয়োজনের পর বিভিন্ন সংগঠন গান, নাচ ও আবৃত্তির মাধ্যমে তাদের দলীয় পরিবেশনা নিয়ে মঞ্চে আসে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে বর্ষবিদায়ের অনুষ্ঠান।

রং-তুলির আঁচরে নিজেদের রাঙিয়ে তুলছেন শিল্পীরা। ছবি: সারাবাংলা

আবৃত্তিশিল্পী ফারুক তাহের সারাবাংলাকে জানিয়েছেন, বর্ষবিদায়ের অনুষ্ঠানে মোট ১৩টি সংগঠন তাদের দলীয় পরিবেশনা নিয়ে মঞ্চে ছিল।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭টা থেকে সিআরবির শিরিষতলায় বর্ষবরণের অনুষ্ঠান শুরু হবে। এদিন জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

নগরীর ডিসি হিলের মুক্তমঞ্চেও একই সময়ে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হবে বলে জানিয়েছেন আয়োজক সংগঠন সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সংগঠকরা। এছাড়া সকাল ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে নগরীর বাদশা মিয়া সড়কের ক্যাম্পাস থেকে পহেলা বৈশাখের শোভাযাত্রা বের হবে।

সারাবাংলা/আরডি/এনজে

বর্ষবিদায় সিআরবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর