Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাংগস ই-মার্টে শুরু এলিজি এসি কার্নিভাল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৯:৪৯

ঢাকা: র‌্যাংগস ই-মার্টে শুরু হয়েছে এলজি এসি কার্নিভাল। রোববার (১৩ এপ্রিল) র‌্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে এই কার্নিভালের উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. জেরাল্ড চুন, এলজি বাংলাদেশ এর হেড অব কনজিউমার ইলেকট্রনিক্স, মি. আশিকুল ইসলাম, এলজি ইলেকট্রনিক্স এর ইকো সলিউশন হেড শাহরিয়ার রেজা, র‌্যাংগস ইমার্ট এর ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, সিওও ইরাজ এইচ. সিদ্দিকী, হেড অব বিজনেস রাশেদুল ইসলাম, হেড অব সেলস গোলাম আজম খান, হেড অব মার্কেটিং তাসকিন হোসাইন, হেড অব প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ডরায়হান আহমেদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন বলেন, ‘র‌্যাংগস ই-মার্ট এসি কার্নিভাল আমাদের গ্রাহকদের উন্নত সেবা এবং বিশ্বমানের পণ্য সরবরাহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের গ্রাহকদের কাছে সর্বাধুনিক প্রযুক্তি সহজলভ্য করার পাশাপাশি, তাদের চাহিদা পূরণে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।’

ক্যাম্পেইনটি সম্পর্কে র‌্যাংগস ইমার্ট এর ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, ‘র‌্যাংগস ই-মার্ট সবসময় গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য এবং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এসি কার্নিভাল ক্যাম্পেইন আমাদের সেই অঙ্গীকারেরই একটি মাইলফলক, যা গ্রাহকদের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সামারকে সামনে রেখেই আমাদের এই উদ্যোগ, যেন ক্রেতারা তাদের পছন্দের যেকোন ব্র্যান্ডের এসি সহজেই নিতে পারেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ক্রেতাদের সুবিধার্থে র‌্যাংগস ইমার্টের এই কার্নিভালে থাকছে ৬টি ব্র্যান্ড এলজি, হাইসেন্স, প্যানাসনিক, হুন্দাই, দাইকিন এবং তোশিন র‌্যানকন সহ আরও অনেক প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড এর ৪৮ হাজার ৫০০-১ লাখ ৪০ হাজার পর্যন্ত মূল্যের ২৩ টিরও বেশি এসি। এই কার্নিভালে আরও থাকছে দুর্দান্ত অফার সহ প্রিমিয়াম ব্র্যান্ডের এসি জিতে নেয়ার সুবর্ন সুযোগ। থাকছে ২৪ ঘণ্টার মধ্যে ফ্রি ইন্সটলেশন সুবিধা ও নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের এসিতে এক্সটেন্ডেড ওয়ারেন্টি। এছাড়া এসি ফ্রি ক্লিনিং সার্ভিস, ফ্রি ডেলিভারি এবং ২৪ মাস পর্যন্ত শূণ্য সুদে ইএমআই সুবিধা। আমরা বিশ্বাস করি, এই ক্যাম্পেইন গ্রাহকদের জন্য একটি সময়োপযোগী আয়োজন।’

সারাবাংলা/ইএইচটি/এসআর

এলিজি এসি এসি কার্নিভাল র‍্যাংগস ই-মার্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর