Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে জুমার নামাজ দুপুর দেড়টায় আদায়ের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ২০:০১ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ২৩:০৪

ছবি সংগৃহীত

ঢাকা: সারাদেশে জুমার নামাজ একই সঙ্গে আদায় করতে সময় নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। রোববার (১৩ এপ্রিল) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট সকলকে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচাল মো. ছালাম খান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১.০০ টায়, কোনো মসজিদে ১.৩০ টায়, আবার কোনো মসজিদে দুপুর ১.৫০ টায় জুমার নামাজ আদায় করা হয়। সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিগণ বিশেষ করে পথচারী (সফররত মুসল্লিগণ) বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূরীকরণে সারাদেশে সকল মসজিদে মুসল্লিগণের সুবিধার্থে একই সময় দুপুর ১.৩০ টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছ দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলায় অবস্থিত সকল মসজিদে একই সময়ে অর্থাৎ দুপুর ১.৩০ টায় জুমার নামাজ আদায় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও বলা হয়, জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। মহান আল্লাহ বলেছেন, ‘হে বিশ্বাসীরা! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচা-কেনা বর্জন কর। এ-ই তোমাদের জন্য সর্বোত্তম; যদি তোমরা জানতে।’ (সুরা জুমা, আয়াত: ৯) জুমা পারস্পরিক দেখা সাক্ষাত ও সাপ্তাহিক ঈদের দিন। এ দিনকে বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এ দিনে বিশেষ সময়ে বরকত ও কল্যাণ রয়েছে।

সারাবাংলা/জেআর/এসআর

ইসলামিক ফাউন্ডেশন জুমার নামাজ সময় নির্ধারণ